আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা উপজেলার দীর্ঘদিন আত্মগোপনে থাকা দুই মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি কাওছার আলী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) ঢাকার মেট্রো এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বাঘা থানার একটি বিশেষ টিম।
গ্রেফতারকৃত কাওছার আলী বাঘা উপজেলার আড়ানী নূর নগর এলাকার মো. বাক্কার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা ও আত্মগোপনে থাকার অভিযোগে পুলিশের তালিকাভুক্ত আসামি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান,
“বুধবার (২২/১০/২৫) বাঘা থানার একটি টিম ঢাকার মেট্রো এলাকায় অভিযান পরিচালনা করে দুটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি কাওছার আলীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (২৩/১০/২৫) তাকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।”
পুলিশ জানায়, কাওছার আলীর বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন।