নীলফামারী প্রতিনিধি:
“একটি মানবিক সমাজ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”— এমন আহ্বান জানিয়েছেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার ঐতিহ্যবাহী ঝুনাগাছচাপানী হাটের গরুহাটি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝুনাগাছচাপানী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশ ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন,
“আওয়ামী লীগ মানবতার শত্রু, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। গত ১৭ বছরে তারা দেশের মানুষের কল্যাণে কিছুই করেনি; বরং বিরোধী দলের ওপর দমন-নিপীড়ন, মামলা-হামলা আর জুলুম-নির্যাতন চালিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে।”
তিনি আরও বলেন,
“ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়ে ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানে তরুণরাই নেতৃত্ব দিয়েছিল, তাই দেশ পেয়েছে মুক্তির স্বাদ। ভবিষ্যৎ বাংলাদেশ হবে মানবিক ও ন্যায়ভিত্তিক— যেখানে চলবে কোরআনের আইনে।”
জামায়াতের এই নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী মাওলানা রুকনুজ্জামান বকুল, বাইতুলমাল সেক্রেটারি মাওলানা ওয়াহিদুজ্জামান বাবুল, উপজেলা ওলামা বিভাগের সভাপতি এবিএম সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা অধ্যাপক জাহিদুল ইসলাম ও উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আশরাফুজ্জামান সাজু।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক কাজী হাবিবুর রহমান বলেন,
“তরুণ ও যুব সমাজের প্রথম ভোট ইসলামের পক্ষে হতে হবে। সত্য ও ন্যায়ের পথে থেকে আল-কুরআনের বিজয়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
সমাবেশে গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি সহ ৭ জন নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল মজিদ, সেক্রেটারি, জামায়াতে ইসলামী যুব বিভাগ, ঝুনাগাছচাপানী ইউনিয়ন; সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কামরুজ্জামান, সহসভাপতি, একই শাখা।