হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রলোভনে ফেলে নির্যাতনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতার ধামাচাপার চেষ্টার অভিযোগও পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ অক্টোবর) রাতে। অভিযুক্ত যুবক রহিম (২৫) তোরাবগঞ্জ ইউনিয়নের বাইন্না বাড়ির রফিকের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক ওই স্কুলছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন সময় ঘোরাঘুরির নামে দেখা করত। বুধবার দুপুরে বিয়ের প্রলোভনে মেয়েটিকে ডেকে নিয়ে নির্যাতনের শিকার করে বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দিতে এক রাজনৈতিক নেতার সহায়তায় ভুয়া কাগজপত্র তৈরি করে বিয়ের চেষ্টা করা হয়।
খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। তবে বিয়ে হচ্ছে বলে জানিয়ে পুলিশকে ফিরিয়ে দেওয়া হয় বলে স্থানীয়দের অভিযোগ।
এ বিষয়ে তোরাবগঞ্জ ইউনিয়নের এক স্থানীয় রাজনীতিক বলেন, “ঘটনাটি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা হয়েছিল, তবে আমি নিশ্চিত নই কী ঘটেছে।”
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, “আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এলাকাবাসী দ্রুত অভিযুক্ত ব্যক্তি ও সহযোগীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।