নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে “৩১ দফা সংস্কার” ও “জুলাই সনদ” বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্র ঘোষণা মঞ্চ ঘোষিত এমপি প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী।
শনিবার (১ নভেম্বর) দুপুরে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
ভাসানী জনশক্তি পার্টির আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এডভোকেট মোহাম্মদ আলী, যিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সভায় আরও বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির যুগ্ম মহাসচিব প্রফেসর হারুন অর রশীদ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি রুহুল আমিন খান, সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নান্দাইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।