আঃ হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ
“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১লা নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ হলরুমে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।
মধুপুর উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের আয়োজনে আনন্দঘন পরিবেশে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা সমবায় অফিসার মোঃ নাজমুল হাসান।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। তিনি তার বক্তব্যে মধুপুরের মাটি ও মানুষের ঐতিহ্য তুলে ধরে এ এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় নেতৃবৃন্দসহ মধুপুর উপজেলার বিভিন্ন সমবায়ের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
সভাপতি মোঃ নাজমুল হাসান তার বক্তব্যে সকল সমবায় সংগঠনকে সঠিক নিয়মে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।