
এইচ এম আলাউদ্দিন, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা সমবায় অফিসের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।
দিবসটির উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়, যার মধ্যে ছিল জাতীয় ও সমবায়িক পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা সমবায় অফিসার মোঃ রবিউল রানার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, বাঘাবাড়ী ট্রাক ট্যাংকলরী শ্রমিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি কে এম শামীম হোসেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন, এবং বাঘাবাড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নওশের আলী।
উক্ত আলোচনা সভায় উপস্থিত সবাই সমবায়ের গুরুত্ব, সম্প্রদায়ের উন্নয়ন এবং স্থানীয় সমবায়িক কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।