আশরাফুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধায় বর্তমান সরকারের নির্বাহী আদেশে স্থগিতকৃত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা যৌথভাবে বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে গাইবান্ধা সদর উপজেলার পৌর এলাকার জেলা কারাগারের সামনে গাইবান্ধা–পলাশবাড়ী সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। ব্যানারে লেখা ছিল —
“অবৈধ ক্যাঙ্গারু কোর্টের সকল মিথ্যা মামলা ও বিচার মানি না, মানবো না — বন্ধ করতে হবে।”
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন সাংগঠনিক শ্লোগান দেন—
“তুমি কে আমি কে, বাঙালি বাঙালি”,
“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”,
“শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”,
“ক্যাঙ্গারু কোর্টের বিচার মানি না, মানবো না।”
এক পর্যায়ে বিক্ষোভকারীরা সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষ করেন। পরে অংশগ্রহণকারীরা নিজ নিজ নিরাপদ স্থানে চলে যান।