ডাকাতি মামলায় নাম জড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ — প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি।
দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কলাকান্দা নতুন গ্রামে ডাকাতির একটি ঘটনায় নির্দোষ পরিবারকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
এই বিষয়ে আজ শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পরিবারটি তাদের অবস্থান তুলে ধরে বলেন — “আমরা নির্দোষ, আমাদের নাম উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছে।”
ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ সাক্কা বলেন,
“আমরা সহজ-সরল কৃষিজীবী মানুষ। কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করি। কিন্তু আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। গত ৫ নভেম্বর রাতে আমাদের প্রতিবেশী ইনছার আলী (সুট্টু) মিয়ার ঘরে ডাকাতি সংঘটিত হয়। সেখানে আনুমানিক দুই লক্ষ টাকা লুট হয়। ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও আমাদের নাম সংবাদে প্রচার করা হয়েছে — যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক।”
তিনি আরও বলেন,
“আমাদের পরিবার কোনো অপরাধে জড়িত নয়। কিছু লোক পূর্ব শত্রুতার জেরে নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে, যাতে আমাদের সামাজিক মর্যাদা নষ্ট হয়।”
একই গ্রামের বাসিন্দা মোঃ কালু মিয়া বলেন,
“আমরা বহু বছর ধরে তাদের চিনি। তারা পরিশ্রমী কৃষক, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন। মিথ্যা সংবাদ প্রকাশের আমরা তীব্র নিন্দা জানাই।”
অন্যদিকে মোঃ সাজাহান আলী সাদা বলেন,
“এটি প্রতিহিংসামূলক ও পরিকল্পিত একটি প্রচেষ্টা।”
গত ৫ নভেম্বর রাত ১টার দিকে ইনছার আলী (সুট্টু) মিয়ার ঘরে দুর্বৃত্তরা প্রবেশ করে গরু বিক্রির প্রায় দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
ডাকাতরা ইনছার আলী ও তার স্ত্রীকে হাত-পা বেঁধে মুখে কাপড় বেঁধে রেখে যায়। সারা রাত তারা অসহায়ভাবে পড়ে ছিলেন, সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন।
ভুক্তভোগী পরিবার দাবি করেছে, “প্রকৃত দোষীদের আড়াল করতে এবং ব্যক্তিগত বিদ্বেষ থেকে নির্দোষ পরিবারকে মামলায় জড়ানোর চেষ্টা চলছে।”
তারা প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।