আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি তিনদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন। উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও রাজশাহী-৩ আসনের প্রার্থী শফিকুল হক মিলন, মহানগর সহ-সভাপতি ওলিউল হক রানা, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন,
“৭ নভেম্বর কেবল একটি দিন নয়, এটি জাতীয় ঐক্য ও গণতন্ত্রের চেতনাকে পুনর্জাগরণের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। তার আদর্শ তরুণ প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।”
মহানগর বিএনপির তিনদিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে —
শুক্রবার বিকেল: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা (স্থান: বাটার মোড়)
শনিবার: রক্তদান কর্মসূচি
রোববার: বৃক্ষরোপণ কর্মসূচি
মহানগর বিএনপি সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন,
“এই কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ স্মরণ ও তাঁর আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।”