নোয়াখালীর চাটখিলে বন্ধু মহল-এর প্রধান কার্যালয় উদ্বোধনের अवसरকে সামনে রেখে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণের কার্যক্রম চালু করা হয়েছে।
রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন দশঘরিয়া বাজারে বন্ধু মহল-এর অফিসে সুবিধা বঞ্চিত ও গরীব অসহায় ৭শত মানুষকে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
বন্ধু মহল-এর সভাপতি মহিন উদ্দিন বাবলু ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল অনুষ্ঠানের উদ্বোধন করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্ধু মহল-এর সভাপতি মহিন উদ্দিন বাবলু, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শিক্ষানুরাগী-ব্যবসায়ী সমাজসেবক গোলাম মোস্তফা ভুইয়া
পরকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুছ
সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু
ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সোহেল
সাধারণ সম্পাদক মোঃ রিপন
সিনিয়র সহ-সভাপতি নেয়ামুল হাসান সোহেল
সহ-সভাপতি আশিকুর রহমান ডালিম
সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম
সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম
সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম উদ্দিন সুমন
অর্থ সম্পাদক রুহুল্লা পারভেজ
সহ বন্ধু মহল-এর পরিচালনা কমিটি ও সকল স্বেচ্ছাসেবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্বকারী মহিন উদ্দিন বাবলু বলেন,
“সমাজে চিকিৎসা বঞ্চিত ৭শত মানুষকে ফ্রি চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করেছি।”
তিনি আরও বলেন,
“২০০২ সালে বন্ধু মহল নামে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। সংগঠনটি মাদক মুক্ত সমাজ গঠন, খেলাধুলা, যৌতুক বিরোধী সচেতনতা, গৃহ নির্মাণ, শীতবস্ত্র বিতরণ, গরীব অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ ও খাবার বিতরণ কার্যক্রম নিজের অর্থায়নে পরিচালনা করে আসছে।”