আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারাদেশের মতো নালিতাবাড়ীতেও কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই কলম বিরতি কর্মসূচি পালিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
এ সময় বক্তারা নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
উল্লেখ্য, গত বুধবার নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে মারধর ও লাঞ্ছিত করেন। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকেও নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।