আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে জেলা সহকারী জজ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমন (১৯)-কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগরীর ডাবতলা এলাকার নিজ বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হামলায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি) ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাংবাদিকদের জানান,
“ঘটনার সঙ্গে জড়িত একজন ঘাতক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।”
পুলিশ জানায়, হামলার কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো বিষয় জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।