মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম অঞ্চল বিএনপির উদ্যোগে এক নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের বানসা বাজার ঈদগাঁও মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও নোয়াখালী–১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
ইউনিয়ন বিএনপির সভাপতি নূর নবী ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সাবেক আহ্বায়ক শামসুল আরেফিন শামীমসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, শাহ জাহান খান সাজু, নূরুল হুদা পিন্টু, নিজাম উদ্দিন পলাশ, আলেয়া আক্তার, দেলোয়ার হোসেন সরকার, মোখলেছুর রহমান কোম্পানী, রিফাত কামাল আহমেদ, ইমরান হোসেন কিরণ, হারুনুর রশিদ, হুমায়ুন কবির স্বপন, আনোয়ার হোসেন এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, “বিএনপির হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগের ফলে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু নির্বাচন বানচালের চেষ্টা চলছে বিভিন্নভাবে। জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনবে।”
তিনি নেতাকর্মীদের সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
সাবেক এমপি খোকন বলেন, “চাটখিলে শিক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাই হবে আমাদের অঙ্গীকার।”
সংস্কার ইস্যুতে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় রাষ্ট্রীয় সব সংস্কারের দিকনির্দেশনা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা, অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোতে বড় পরিবর্তন আনা হবে।
আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞার প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ জামায়াত নিষিদ্ধ করছে—এ কারণে এখন অনেকেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলছে। কিন্তু বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক তা কখনোই চায় না।”
তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ক্ষমতায় থাকলেও কোনো সরকার তারেক রহমানের দুর্নীতির প্রমাণ দেখাতে পারেনি। বিদেশে তাদের নামে মাত্র ১ কোটি ২৬ লাখ টাকার হিসাব পাওয়া গেছে, যা দুর্নীতির উদাহরণ হতে পারে না।
কর্মী সমাবেশ শেষে ব্যারিস্টার খোকন হাট পুকুরিয়া, ইসলামপুর ও হরিকৃঞ্জনপুরে আরও কয়েকটি নির্বাচনী সভায় যোগ দেন।
উল্লেখ্য, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ২০০৮ সালে নোয়াখালী–১ আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও সাতবারের সাবেক সাধারণ সম্পাদক।