আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চারঘাট–বাঘা (রাজশাহী-৬) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হকের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঘা উপজেলার চন্ডিপুর হাই স্কুল মাঠে শত শত মোটরসাইকেলসহ নেতাকর্মীরা জমায়েত হন।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে শোডাউনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার সেক্রেটারি জনাব গোলাম মর্তুজা। আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা নায়েবে আমীর মইনুল হোসেন শেখ, চারঘাট–বাঘা আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন—
বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শফিকুল ইসলাম, বাঘা উপজেলা আমীর শিক্ষক আব্দুল্লাহ আল মামুন নুহু, চারঘাট উপজেলা আমীর শিক্ষক আবুল কালাম আজাদ, বাঘা উপজেলা সেক্রেটারি মাস্টার ইউনুছ আলী, নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, বাঘা পৌর আমীর অধ্যাপক সাবদার হোসেন, আড়ানী পৌর আমীর অধ্যাপক মনিরুল আজম জিন্জু, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা সাধারণ সম্পাদক সবুজ মাহমুদসহ আরও অনেকে।
তথ্য অনুযায়ী, এমপি প্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই মোটরসাইকেল শোভাযাত্রাটি চন্ডিপুর হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে বাঘা বাজার, মনিগ্রাম বাজার, মীরগঞ্জ, চারঘাট বাজার, সরদা, শিশাতলা, নন্দনগাছী বাজার, কালুহাটি, আড়ানী বাজার, তেঁতুলিয়া বাজার হয়ে বাঘার ঐতিহাসিক ঈদগাঁহ ময়দানে শেষ হওয়ার কথা রয়েছে।