নিউজ ডেস্ক:
জামালপুর সদর থানাধীন দিগপাইত এলাকায় মঙ্গলবার (১৬ নভেম্বর ২০২৫) ডিএনসি জামালপুরের সহকারী পরিচালক জনাব মো. আব্দুল হালিম রাজের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল-জামালপুর রুটে চলাচলকারী মহনা এক্সপ্রেস বাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাসে আরোহণকারী মোছাঃ সালেহা বেগম (৫৫) এর পায়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩,৪০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি জামালপুরের ইয়াবা চোরাচালানের অন্যতম মূল হোতা। উল্লেখযোগ্য, কয়েকদিন আগে জেলা পুলিশ তার মেয়ে এবং মেয়ের জামাইকে ২২,০০০ পিস ইয়াবা সহ আটক করেছিল।
ডিএনসি জামালপুর অভিযানটি অব্যাহত রেখে জেলার মাদক চক্র ধ্বংসে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।