আমিরুল ইসলাম / শেরপুর প্রতিনিধি
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে নালিতাবাড়ী উপজেলার নন্নীবাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।
নন্নী ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আয়োজনে এই পথসভাটি নন্নী ইউপি ভবন কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখা প্রতিকের এমপি প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েস।
নন্নী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ কামরুল ইসলামের উপস্থাপনায় এবং দলটির নন্নী ইউনিয়ন শাখার উপদেষ্টা আলী হোসেনের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন:
উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক
সাধারণ সম্পাদক মিজানুর রহমান
সাংগঠনিক সম্পাদক আনসার উল্লাহ
নন্নী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হাকিম আব্দুর রব
পথসভায় দলটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কমিটির অর্থ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশের কল্যাণ কামনা করা হয়।