মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মির্জাপুর গ্রামে আরাফাত হোসেন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) ভোরে স্থানীয়রা এমরানের ধানক্ষেতের পাশে একটি নিমগাছে গলায় কাপড় পেঁচানো অবস্থায় তার লাশ দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আরাফাত মির্জাপুর গ্রামের মোঃ আফসার আলীর ছেলে। তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। রোববার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে আরাফাত তার ভগ্নিপতির সঙ্গে ধরঞ্জী বাজারের একটি ফার্মেসিতে ওষুধ কিনতে যান। এ সময় ভগ্নিপতি ওষুধ নেওয়ার ফাঁকে আরাফাত কৌশলে সেখান থেকে বের হয়ে যান। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবার রাতেই মসজিদে মাইকিং করে নিখোঁজ ঘোষণা করে।
পরদিন ভোরে গ্রামের জিয়াউল ইসলাম এমরানের ধানক্ষেতের জমির উত্তর পাশে নিমগাছের ডালে আরাফাতের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার গলায় নিজের পরিহিত শার্ট পেঁচানো ছিল। লাশের দেহে থাকা জ্যাকেট ও প্যান্টে মাটির দাগও দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পাঁচবিবি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হেফাজতে নেয়।
স্থানীয় কিছু বাসিন্দা জানান, আরাফাত মানসিক সমস্যায় ভুগছিলেন, তাই তারা এটি আত্মহত্যা বলে ধারণা করছেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”