মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের দুটি আসনে বিএনপি ঘোষিত প্রাথমিক মনোনয়ন তালিকা থেকে বাদ পড়া দুই সম্ভাব্য প্রার্থী দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ডাকে গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ বৈঠকে শেরপুর-১ আসনের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ এবং শেরপুর-২ আসনের কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস খান উপস্থিত ছিলেন।
বৈঠকে মহাসচিব তাদের সঙ্গে মনোনয়ন পুনর্বিবেচনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, ময়মনসিংহ বিভাগের সব আসন থেকেই এদিন বিবেচনাধীন প্রার্থীদের ডাকা হয়েছিল। তবে মনোনয়ন পরিবর্তন বা পুনর্বিবেচনা নিশ্চিতভাবে হবে কি না, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।
যদিও সাক্ষাৎ শেষে দুই প্রার্থীই উজ্জীবিত ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।
নির্ভরযোগ্য সূত্রমতে, সারাদেশের বেশ কয়েকটি আসনে বিএনপির মনোনয়ন তালিকা পুনর্বিবেচনার আভাস রয়েছে। তবে শেষ পর্যন্ত কোন কোন আসনে পরিবর্তন আসবে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক সংকেত এখনো পাওয়া যায়নি।
এর আগে ২ নভেম্বর ঘোষিত তালিকায় শেরপুর-১ আসনে ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর-২ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী মনোনীত হন।
তাদের মনোনয়ন ঘোষণার পর থেকেই শেরপুরের দুটি আসনে বিএনপির একটি বড় অংশ মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ করে আসছে।