আঃ হামিদ (মধুপুর), টাঙ্গাইল প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে পৌরসভার বোয়ালী এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদের আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল–১ (মধুপুর–ধনবাড়ী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার
সাধারণ সম্পাদক নাসির উদ্দিন
পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স
সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন
সহ-সভাপতি লিলি সরকার
এছাড়াও উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপির সহ-সভাপতি এম. রতন হায়দার
পৌর বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক
সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন
উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী
পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সাগর
উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান মিন্জু
পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিনজুর রহমান নান্নু
উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এবং এলাকার কয়েক হাজার স্থানীয় মানুষ
বৈঠকে প্রধান অতিথি ফকির মাহবুব আনাম স্বপন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ধানের শীষ প্রতীকের সমর্থনে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এছাড়া যারা মনোনয়ন না পেলেও দলীয় ঐক্যের স্বার্থে মাঠে থাকার আহ্বান জানান তিনি।