শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি
বাকেরগঞ্জ উপজেলার ২নং চরাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা রমেশ চন্দ্র দীর্ঘদিন ধরে ভাঙা ঘর ও নাজুক পরিবেশে মানবেতর জীবন যাপন করছিলেন। বহুদিন ধরে তাঁর দুঃখ–কষ্টের খবর বাইরের জগতে পৌঁছায়নি।
সম্প্রতি তাঁর এই করুণ অবস্থা নজরে আসে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজের। বিষয়টি জানতে পেরে তিনি দ্রুত মানবিক সহায়তার উদ্যোগ নেন। প্রশাসনের তত্ত্বাবধানে স্বল্প সময়ের মধ্যেই রমেশ চন্দ্রের জন্য নির্মাণ করা হয় একটি নতুন ঘর।
সোমবার বেলা ১১টার দিকে ইউএনও রুমানা আফরোজ নতুন নির্মিত ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন চরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, চরাদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে রমেশ চন্দ্রের পরিবারের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসহায়তাও বিতরণ করা হয়। স্থানীয়রা ইউএনওর এমন আন্তরিক ও মানবিক ভূমিকার প্রশংসা করে জানান, এই উদ্যোগ দুর্দশাগ্রস্ত মানুষের জন্য সত্যিই আশীর্বাদস্বরূপ।
নতুন ঘর এবং সহায়তা পেয়ে আবেগাপ্লুত রমেশ চন্দ্র বলেন,
“এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। ইউএনও ম্যাডাম না থাকলে হয়তো এইভাবে বাঁচতে পারতাম না।”