বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে সারাদেশে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তবে বরিশালের বাকেরগঞ্জে দলীয় নির্দেশনা উপেক্ষা করে নিজ স্বার্থে নিজ উদ্যোগে সংবর্ধনার আয়োজন করেছেন নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য আবদুস সালাম মৃধা।
সোমবার (২৮ নভেম্বর) সৈয়দ আফসার আলী ডিগ্রী কলেজ চত্বরে এই সংবর্ধনার আয়োজন করা হয়। দলের নীতি ও আদর্শ বিরোধী এই কর্মকাণ্ডে সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই মন্তব্য করছেন, দলের বদনাম করে পুরনো বিতর্কিত কর্মকাণ্ড নতুন রূপে ফিরে এসেছে।
নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজী সাংবাদিকদের জানান, তিনি পেশাগত কারণে দেশের বাইরে ছিলেন এবং দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার অসুস্থতার সময় কোন নেতার সংবর্ধনা দেওয়া সমীচীন ছিল না। তিনি আরও বলেন, এই সংবর্ধনার সঙ্গে ইউনিয়ন বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।
অভিযুক্ত নেতা আবদুস সালাম মৃধা দাবি করেছেন, দীর্ঘদিন পর তার প্রাথমিক সদস্যপদ বহাল হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। তিনি উল্লেখ করেন, ওইদিন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া-মোনাজাতও করা হয়েছে।
নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার বলেন, স্থানীয় নেতাকর্মীরা সালাম মৃধাকে ফুলের তোড়া দিয়েছে। তবে বেগম জিয়ার অসুস্থতার সময়ে এটি সমীচীন কিনা সে বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকার করেছেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান বলেন, “বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ঠিক এই সময় কোনো নেতার সংবর্ধনা আয়োজন দুঃখজনক। বিষয়টি জেলা বিএনপির আহবায়ক অবগত রয়েছেন এবং দলীয় ফোরামে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”