প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৪:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৫:৫৫ এ.এম
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে জব্দ বিপুল ভারতীয় চোরাচালানী মালামাল
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : ময়মনসিংহ-শেরপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৩০ নভেম্বর) রাতে হালুয়াঘাটের উত্তর নলকুড়া ও শ্রীবরদীর টিলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে উত্তর নলকুড়া এলাকা থেকে বিপুল পরিমাণ জিলেট ব্লেড এবং টিলাপাড়া এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২১৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৩২ হাজার টাকা।
তিনি আরও বলেন, ময়মনসিংহ-শেরপুর আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত