আশিকুর রহমান, গাজীপুর:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ মাগরিব বড়দেওড়া হাজীবাড়ি টঙ্গী রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি তাইজুল ইসলাম তাজু, এবং সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সভাপতি সোহেল সিদ্দিকী।
প্রধান অতিথি তাইজুল ইসলাম তাজু বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার প্রতিটি পদক্ষেপ সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রের সুশাসনের জন্য ছিল। আজ তিনি গুরুতর অসুস্থ। একজন তিনবারের প্রধানমন্ত্রীকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা মানবাধিকারের লঙ্ঘনের চরম উদাহরণ। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থতা দান করেন। তার সুস্থতা দেশের মানুষকে নতুন করে আশার আলো দেখাবে।”
টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সভাপতি সোহেল সিদ্দিকী বলেন, “বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য যে আন্দোলন হয়েছে, তাতে বেগম খালেদা জিয়া প্রতিটি মুহূর্তে ছিলেন। দেশ ও জনগণের স্বার্থে তার ত্যাগ ও অবদান তুলনাহীন। আমাদের দেশনেত্রীর সুস্থতা শুধু বিএনপির বিষয় নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র রক্ষাকারী প্রতিটি মানুষের আবেগের বিষয়। আমরা চাই, নেত্রী সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক। আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থ করে আবারও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে নেতৃত্ব দেওয়ার শক্তি দেবেন।”
পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।