মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিলে চা খেয়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকার পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয় ও রায়হান নামে দুই কিশোরের মৃত্যু হয়। এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যায় তানিম। গত সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চাটখিল পৌরসভার ত্রিঘরিয়া এলাকার ডেল্টা ভিটা ব্রিজের কাছে ঘটে দুর্ঘটনাটি।
নিহতরা হলেন—বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামের হারুনুর রশীদের ছেলে হাসিবুর তানিম (১৬), একই ইউনিয়নের কুরিয়ার বাড়ির মানিক মিয়ার ছেলে মো. জয় (১৬) এবং একই এলাকার মো. রায়হান (১৭)। তিনজনই বদলকোট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে চার বন্ধু একটি মোটরসাইকেলে করে পাঁচগাঁও এলাকার একটি চায়ের দোকানে চা খেতে যান। সেখান থেকে ফেরার পথে ডেল্টা ভিটা ব্রিজ অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশের একটি কড়ই গাছে এবং পরে উল্টো পাশের আরেকটি গাছে ধাক্কা খায়। এতে তিন আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে প্রথম দিনেই মারা যায় তানিম। পরে বুধবার সকাল পৌনে ৯টায় জয় ঢাকার মালিবাগ পিপলস হাসপাতালে এবং সকাল সোয়া ৯টায় রায়হান ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। সন্ধ্যায় তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি, তবে কেউ পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেনি।”