প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ৯:৪৪ এ.এম
দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
দশম গ্রেডসহ ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুরে কর্মবিরতি পালন করেছেন ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতির কারণে হাসপাতালের আউটডোরের বিভিন্ন সেবা ব্যাহত হয় বলে জানান সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। বিশেষ করে ল্যাব টেস্ট ও ওষুধ সরবরাহ কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের এবং বিভিন্ন ইউনিয়নের মেডিকেল টেকনোলজিস্টরা। বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। দায়িত্ব ও কাজের পরিমাণ অনেক হলেও পদোন্নতি, বেতনগ্রেড ও সুবিধায় তারা বঞ্চিত। করোনা, ডেঙ্গু, নিপাহসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
বক্তারা আরও হুঁশিয়ারি দেন—দ্রুত দাবি পূরণ করা না হলে শাটডাউনের মাধ্যমে ধারাবাহিক আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। এতে দেশের হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের সামগ্রিক সেবাব্যবস্থা আরও ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
কর্মবিরতিতে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টসহ সংশ্লিষ্ট অন্যান্য পেশাজীবীরাও একাত্মতা প্রকাশ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত