মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে পৌর শহরে উত্তেজনা ও যানজটের সৃষ্টি হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বকশীগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ চৌরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভকারীরা। “জুলাই ঐক্য বকশীগঞ্জ” ব্যানারে প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে টায়ার জ্বালিয়ে দেড় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ চালানো হয়। এতে বকশীগঞ্জ–জামালপুর ও আশপাশের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অবরোধের কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভ চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন শাহরিয়ার আহমেদ সুমন, শহিদুল ইসলাম সানী, বায়জিদ আলামিন, সা’দ আহমেদ রাজু, লাদেন আকন্দ, খন্দকার কাজলসহ আরও অনেকে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, উসমান হাদীর ওপর হামলা একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। দ্রুত এই হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তারা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এদিকে অবরোধের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় ঘটনাস্থলে উপস্থিত হন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
ওসির আশ্বাসের পর বিকেল সাড়ে ৩টার দিকে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় প্রশাসন জানায়, পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।