প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৪:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:৪৬ এ.এম
গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী
আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার জন্য মাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে খলিল (২৮) নামে এক মাদকাসক্ত যুবককে জীবিত অবস্থায় কোমর পর্যন্ত মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত খলিল ওই এলাকার নূরউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খলিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে সে প্রায়ই তার মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাত। শনিবার সকালেও মাদকের টাকার দাবিতে সে মাকে মারধর করলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। এতে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে।
খলিলের মা খোদেজা বেগম অভিযোগ করে বলেন, “আমার ছেলে গাঁজা খায়। আজসহ তিন দিন ধরে আমাকে মারছে। সকালে আমার কাছে টাকা চেয়েছিল, আমি দিতে না পারায় ইট দিয়ে আমার পায়ে আঘাত করেছে।”
অভিযোগ রয়েছে, এরপর কিছু প্রতিবেশী খলিলকে ধরে মারধর করে এবং একপর্যায়ে জীবিত অবস্থায় কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ বলেন, “ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। যদি উভয় পক্ষের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, তাহলে দুই পক্ষের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত