বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের নেতৃত্বে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলী হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, উপজেলা সমবায় কর্মকর্তা সাইদুর রহমান, বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মাজহারুল ইসলাম, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার সোহেল রানা এবং বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যার পর বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি সম্পন্ন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।