আবুল হাশেম
রাজশাহী ব্যুরো:
কথাসাহিত্যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড–২০২৫ অর্জন করেছেন প্রখ্যাত কথাশিল্পী ও কবি শামীমা নাইস।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক প্রদান এবং অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ—এই তিনটি গুরুত্বপূর্ণ আয়োজন একসঙ্গে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি শিকদার মকবুল হক।
এ ছাড়া অনুষ্ঠানে দেশের বরেণ্য শিক্ষাবিদ, অধ্যাপক, চিকিৎসক, প্রকৌশলী, সিনিয়র মিডিয়া ব্যক্তিত্ব, মানবাধিকার নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ জাতীয় পর্যায়ের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অন্যান্য গুণীজনের সঙ্গে শামীমা নাইসকে কথাসাহিত্যে আন্তর্জাতিক মানবাধিকার শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।
উল্লেখ্য, শামীমা নাইস এর আগেও বিভিন্ন সংগঠন থেকে কাব্যসাহিত্যে একাধিক পুরস্কার অর্জন করেছেন। সাহিত্যচর্চায় মানবিকতা, ন্যায়বোধ ও সামাজিক দায়বদ্ধতার অনন্য প্রকাশের মাধ্যমে তিনি পাঠকমহলে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলা সাহিত্য ও মানবাধিকার চর্চায় এক উজ্জ্বল সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।