মাহফুজুর রহমান সাইমন
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে বাংলাদেশ কৃষিজীবী-শ্রমিক ইউনিয়ন শেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় শেরপুর সদর উপজেলার জমশেদ আলী মেমোরিয়াল কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি ডা. আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুর-ই-আলম সিদ্দিকী, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন এবং সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার প্রমুখ।
সমাবেশে বাংলাদেশ কৃষিজীবী-শ্রমিক ইউনিয়ন ও জেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।