মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ডাংধরা ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) ডাংধরা ইউনিয়নের জিঞ্জিরাম নদী দ্বারা বিচ্ছিন্ন পাথারের চর, কবিরপুর, চেংটিমারী ও দক্ষিণ গোয়াল কান্দা গ্রাম নিয়ে গঠিত ৯ নম্বর ওয়ার্ডের পাথারের চর বাজারে এই কার্যালয় উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, এ এলাকায় আগে বিএনপির কোনো কার্যালয় না থাকায় দলীয় কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতা ছিল। এ প্রেক্ষিতে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে পাথারের চর বাজারে একটি দলীয় কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডাংধরা ইউনিয়ন শাখার উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ আসনের উন্নয়নের রূপকার জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাতের নির্বাচনী প্রচারণা আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে এই কার্যালয় উদ্বোধন করা হয়।
কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য রিপন মির্জার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও রাজিবপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্ব আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাংধরা ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাংধরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আমিন মোল্লা, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি হযরত আলী, পাথারের চর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা এবং কুমারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে শত শত নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।