মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামীসহ মোট সাতজন প্রার্থী সংসদ সদস্য (এমপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করা যাবে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ মনোনয়নপত্র জমা দেননি। এছাড়া জেলার চূড়ান্ত ভোটার তালিকা আগামী ২৫ ডিসেম্বর প্রকাশ করা হবে। বর্তমানে জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ১৭ হাজার ৯৬৬ জন।
জয়পুরহাট-১ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শহরের বুলুপাড়া এলাকার আকাম উদ্দিন মন্ডলের ছেলে জালাল উদ্দিন মন্ডল এবং সদর উপজেলার কড়ই পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে আতাউর রহমান।
এই আসনে পৌরসভাসহ মোট ইউনিয়নের সংখ্যা ১৭টি। ভোটকেন্দ্র রয়েছে ১৫১টি এবং ভোটকক্ষের সংখ্যা ৯০২টি, যার মধ্যে স্থায়ী ৮৪৭টি ও অস্থায়ী ৫৫টি। বর্তমানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৩৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩২ হাজার ০৮৪ জন, মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ৩০২ জন এবং হিজড়া ভোটার ৮ জন। তবে ভোটার তালিকা এখনো চূড়ান্ত হয়নি।
জয়পুরহাট-২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলার মাহমুদপুর ইউনিয়নের ধানতলা গ্রামের হযরত আলীর ছেলে ও বিএনপির সাবেক ছাত্রনেতা আব্বাস আলী।
এই আসনে পৌরসভাসহ মোট ইউনিয়নের সংখ্যা ১৫টি। ভোটকেন্দ্র রয়েছে ১০৩টি এবং ভোটকক্ষের সংখ্যা ৬৯৭টি। এর মধ্যে স্থায়ী ৬৫০টি ও অস্থায়ী ৪৭টি। বর্তমানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৭৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৭ হাজার ৩৯৩ জন এবং হিজড়া ভোটার ১ জন রয়েছে। তবে এখানেও ভোটার সংখ্যা চূড়ান্ত হয়নি।