মোঃ বেল্লাল হোসাইন নাঈম | স্টাফ রিপোর্টার :
নেপালে অনুষ্ঠিত প্রথম সর্বজনীন আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সিতোরিউ শিকোকাই কারাতে দল রানার্স-আপ ট্রফি অর্জন করেছে। প্রতিযোগিতা ১৮ থেকে ২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কাঠমান্ডুতে আয়োজন করে নেপাল শিতোরিউ কারাতে অ্যাসোসিয়েশন, দোজো নকশাল।
বাংলাদেশ দলের প্রশিক্ষণ দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক গ্র্যান্ড মাস্টার ড. মোঃ রফিকুল ইসলাম নিউটন (পি.এইচ.ডি)। দলের নেতৃত্ব দেন সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান এবং ব্যবস্থাপনা দায়িত্বে ছিলেন শেখ গোলাপ মিয়া। মোট ৮ সদস্যের বাংলাদেশ দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বাংলাদেশ দল ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি তাম্র পদক জিতে লাল-সবুজ জাতীয় পতাকার জন্য গৌরব বয়ে আনে।
পদক বিজয়ী খেলোয়াড়রা:
মোঃ ইব্রাহিম, মোঃ ওবায়দুল ইসলাম, মোঃ সোলায়মান হোসেন – দলগত কাতায় ১টি সোনা
তাহসিম – একক কাতায় ১টি ও লড়াইয়ে ১টি, মোট ২টি স্বর্ণ, টুর্নামেন্ট সেরা খেলোয়াড়
মোঃ ওবায়দুল ইসলাম – একক কাতায় ১টি রৌপ্য
মোঃ ইউনুস কামাল – ৮৪+ কেজি লড়াইয়ে ১টি রৌপ্য
মিসেস ফারজানা – ৭৮+ কেজি লড়াইয়ে ১টি রৌপ্য
মোঃ সোলায়মান হোসেন ও মোঃ ইব্রাহিম – একক কাতায় ১টি করে তাম্র
এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মেজর অবঃ মোঃ মোস্তফা কামালসহ নির্বাহী সদস্যরা তাদের এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, এই জয় শুধু খেলোয়াড়দের নয়, গোটা বাংলাদেশকে সম্মানিত করেছে। শিক্ষার্থীরা ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য পদক অর্জন করে গৌরব বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।