রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাণীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ।
মঙ্গলবার (তারিখ উল্লেখ না থাকলে) বেলা সাড়ে ১১টার দিকে রাণীনগর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, তিনি গত ৭ ডিসেম্বর রাণীনগর থানায় যোগদান করেন।
মতবিনিময় সভায় নবাগত ওসি মো. আব্দুল লতিফ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ ও তথ্যের গুরুত্বপূর্ণ উৎস। তাদের কাছ থেকে পাওয়া সঠিক তথ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে। তিনি বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি রাণীনগর উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পালসহ উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সাংবাদিক চৌধুরী মুরাদ হোসেন, হারুনুর রশিদ, আওরঙ্গজেব হোসেন রাব্বী, সুকুমল কুমার প্রামানিক, সাহাজুল ইসলাম, রাজেকুল ইসলাম, সাইফুল ইসলাম, শাহারুখ হোসেন আহাদ প্রমুখ।
এছাড়া রাণীনগর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।