মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযানে ৬০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জয়পুরহাটের পুলিশ সুপার,রিনা মাহমুদার দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা, জয়পুরহাটের অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে ডিবির এসআই (নিঃ) মোঃ শাখায়াত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও অংশ নেন এসআই (নিঃ) মো আবুল কালাম, এএসআই (নিঃ) মোঃ সাজেদুর রহমান, এএসআই (নিঃ) মোঃ মাহামুদ সিদ্দিকি, এএসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স।
অভিযানকালে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে মোঃ শাখাওয়াত (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি মৃত মকবুল হোসেনের ছেলে এবং শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে মোট ৬০০ (ছয়শত) পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ২ (দুই) বোতল বিদেশি মদ উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।