মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মাহবুবা হকের সঙ্গে শেরপুর প্রেসক্লাবের একাংশের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেরপুর প্রেসক্লাবের একাংশের সভাপতি ও শেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি এস এম শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মাহবুবা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আবুল হাসিম, সহ-সভাপতি সাংবাদিক আছাদুজ্জামান মুরাদ, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, সিনিয়র সাংবাদিক জি. এইচ. হান্নান প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ সমাচার পত্রিকার শেরপুর প্রতিনিধি আরিফ খান হারুনুর এবং বিশ্ব বাংলা ২৪-এর শেরপুর জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সাইমন।
মতবিনিময়কালে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মাহবুবা হক উপজেলা প্রশাসনের সার্বিক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয়ের মাধ্যমে জনগণের সেবা আরও গতিশীল করা সম্ভব।
উল্লেখ্য, ৩৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা মিজ্ মাহবুবা হক এর আগে পরিকল্পনা বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালনসহ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ছিলেন।