স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের স্কোয়াডে নতুন বিদেশি ওপেনার যুক্ত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান জাতীয় দলের দায়িত্বে দেশে ফিরে যাওয়ায় তার বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মোহাম্মদ ওয়াসিমকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিপিএলে জয় দিয়ে আসর শুরু করলেও পরের ম্যাচে হারের মুখ দেখেছে রাজশাহী। সিলেট পর্বে আরও দুটি ম্যাচ খেলবে দলটি। এই পর্ব শেষ হওয়ার পর শাহিবজাদা ফারহান পাকিস্তানের হয়ে খেলতে দেশে ফিরবেন। ফলে আগেভাগেই নতুন ওপেনার যুক্ত করার সিদ্ধান্ত নেয় রাজশাহী।
মোহাম্মদ ওয়াসিম বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে মারকুটে ব্যাটার হিসেবেই পরিচিত। ৩১ বছর বয়সী এই ওপেনার এখন পর্যন্ত ১৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার সংগ্রহে রয়েছে ৪ হাজার ১৪০ রান, গড়পড়তা স্ট্রাইকরেট প্রায় ১৪৯। ক্যারিয়ারে তিনটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ২৯টি হাফ সেঞ্চুরি।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে চলমান আইএলটি২০ লিগে অংশ নিচ্ছেন ওয়াসিম। সাকিব আল হাসানের সঙ্গে এমআই এমিরেটসের হয়ে খেলছেন তিনি। এই আসরে ১০ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৯৩ রান, স্ট্রাইকরেট প্রায় ১৩২। এমআই এমিরেটস ইতোমধ্যেই প্রথম কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করেছে। আগামী ৪ জানুয়ারি আইএলটি২০-এর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দল শিরোপার লড়াইয়ে টিকে থাকলে প্রতিযোগিতা শেষ করেই বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দেবেন মোহাম্মদ ওয়াসিম।