নিউজ ডেস্ক| ৩০ ডিসেম্বর ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে দেশের সকল পোশাক কারখানায় আগামী কাল বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিজিএমইএ-র ভারপ্রাপ্ত সচিব মেজর (অব.) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে বিজিএমইএ জানায়, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে সরকার ইতোমধ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতি একাত্মতা পোষণ করে বিজিএমইএ-র আওতাভুক্ত সকল পোশাক শিল্প-কারখানায় বুধবার সাধারণ ছুটি পালনের অনুরোধ জানানো হয়েছে।
শোকের ছায়া শিল্পাঞ্চলে বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শিল্প ও বাণিজ্য খাতেও শোকের ছায়া নেমে এসেছে। বিজিএমইএ নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এই ছুটির ফলে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের সকল উৎপাদন কার্যক্রম বুধবার বন্ধ থাকবে।