আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জামিয়া আরাবিয়া ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নালিতাবাড়ী উপজেলার বেকিকুড়ায় অবস্থিত মাদ্রাসা কার্যালয়ে শিশু শ্রেণি থেকে চতুর্থ জামাত পর্যন্ত ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সকল শ্রেণির ফলাফলের কপি মাদ্রাসার প্রতিষ্ঠাতার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের বিবরণ: মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ কাজী আব্দুর রহমান জাওহারী। এছাড়াও বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল্লাহ এবং অভিভাবকদের পক্ষ থেকে আশ্রাফুল আলম ও শহিদুল ইসলাম।
মাদ্রাসাটির সহকারী পরিচালক মাওলানা ফখরুল ইসলামের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
সাফল্যের চিত্র: অনুষ্ঠানে জানানো হয়, মাদ্রাসাটি কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। তৃতীয় জামাত থেকে মোট ২৪ জন শিক্ষার্থী এ-প্লাস (A+) এবং ৩ জন গোল্ডেন এ-প্লাসসহ শতভাগ পাশের গৌরব অর্জন করেছে।
আগামী দিনের কর্মসূচি: প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ জানুয়ারি মাদ্রাসার নুরানী বিভাগের নতুন বছরের সবক উদ্বোধন এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।