স্টাফ রিপোর্টার: মোঃ বেল্লাল হোসাইন নাঈম
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়। শোকবার্তায় চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহাম্মেদ হানিফ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের পুনরুত্থান এবং রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ভূমিকা অনস্বীকার্য। নারী শিক্ষার প্রসার, নারী ক্ষমতায়ন এবং তৃণমূল পর্যায়ে উন্নয়নের যে ধারার সূচনা তিনি করেছিলেন, তা দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ এক মহান দেশপ্রেমিক ও জনপ্রিয় নেত্রীকে হারালো, যা রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।”
বিবৃতিতে আরও বলা হয়, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় সাংবাদিক সমাজ মরহুমার বিদেহী আত্মার চিরশান্তি এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা করছেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন এবং সবশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তাঁর প্রয়াণের খবরে চাটখিল উপজেলাসহ সারা দেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে।