লাখো মানুষের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার আগে পরিবার ও দলের পক্ষ থেকে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৩১ ডিসেম্বর) জানাজার পূর্ব মুহূর্তে আবেগঘন কণ্ঠে তারেক রহমান বলেন, তিনি মরহুমা খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। উপস্থিত সবার উদ্দেশে তিনি জানান, প্রয়াত নেত্রী যদি কারও কাছ থেকে কোনো দেনা রেখে গিয়ে থাকেন, তাহলে তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান এবং তা পরিশোধের আশ্বাস দেন।
এ সময় তিনি আরও বলেন, জীবদ্দশায় খালেদা জিয়ার কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে পরিবারের পক্ষ থেকে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। পাশাপাশি মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে জানাজার নামাজ আদায় করা হয়। জানাজা শেষে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স জিয়া উদ্যানের দিকে যাত্রা করে।