হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আজাদ নগর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের দাবি অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের একটি মুদি দোকান থেকে হঠাৎ আগুনের শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একে একে মুদি দোকান, ফার্মেসি ও কাপড়ের দোকানসহ মোট ৮টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।
আগুনের সঠিক কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্নমত রয়েছে। কেউ ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে, আবার কারো মতে গ্যাস সিলিন্ডার থেকে এই ভয়াবহতার সৃষ্টি।
অগ্নিকাণ্ডে যে সকল ব্যবসায়ীরা নিঃস্ব হয়েছেন তারা হলেন:
মো. নিরব
বাহার উদ্দিন (সেবা ফার্মেসি)
মো. এরশাদ
মো. রাজু
মো. মিরাজ (২টি দোকান)
মো. ওলি
মো. নুরুদ্দিন
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের অনেকেরই ব্যবসা চলত ব্যাংক বা এনজিও থেকে নেওয়া ঋণের টাকায়। চোখের সামনে সহায়-সম্বল পুড়ে ছাই হতে দেখে তারা দিশেহারা হয়ে পড়েছেন। ঋণের কিস্তি পরিশোধ এবং নতুন করে জীবন শুরুর দুশ্চিন্তায় এখন তারা চোখে অন্ধকার দেখছেন।
বর্তমানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারি প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে জরুরি সহযোগিতা ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।