মাহফুজুর রহমান সাইমন, শেরপুর :
শেরপুর জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত দুই পুলিশ পরিদর্শকের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পিআরএলগামী পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) খন্দকার মো. শহীদুল হক ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সালেমুজ্জামানকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিদায়ী এই দুই কর্মকর্তাকে সম্মাননা জানান শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তাদ্বয়কে মেধাবী, দক্ষ ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তাঁদের ব্যক্তিগত ও কর্মজীবনের আগামী দিনগুলো আরও সফল ও কল্যাণময় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞাসহ শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।