নিজস্ব প্রতিবেদক | ঢাকা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় পৌঁছেছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহবাহী ফ্রিজিং ভ্যানটি জানাজাস্থলে এসে পৌঁছায়। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ততক্ষণে পুরো সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্রে পরিণত হয়েছে।
সকাল ৯টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার মরদেহ গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসভবনে (ফিরোজার পাশেই) নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য ও নিকট আত্মীয়রা তাকে শেষ শ্রদ্ধা জানান। এ সময় মরদেহের পাশে বসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। এরপর বেলা ১১টার দিকে সেখান থেকে মরদেহবাহী গাড়ি সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা হয়।
বেগম জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তার জানাজায় অংশ নিতে ইতিমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বিশেষ বিমানে ঢাকা পৌঁছেছেন। এছাড়া পাকিস্তান ও নেপালের উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা জানাজায় অংশ নেবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
জানাজা: আজ বাদ জোহর দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক ইমামতি করবেন।
দাফন: জানাজা শেষে বেলা ৩টা ৩০ মিনিটে শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে।
বেগম জিয়ার মৃত্যুতে আজ দেশে সাধারণ ছুটি পালন করা হচ্ছে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। জানাজা উপলক্ষে মেট্রোরেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে যাতে সাধারণ মানুষ সহজে যাতায়াত করতে পারে। সংসদ ভবন এলাকায় বিজিবি, র্যাব ও পুলিশসহ প্রায় কয়েক হাজার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।