মোঃ আমজাদ হোসেন | স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের পাঁচবিবি ও সদর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপির মাসুদ রানা প্রধান ও জামায়াতে ইসলামী মনোনীত ফজলুর রহমান সাঈদ।
দীর্ঘদিন বিএনপির দখলে থাকা আসনটি সর্বশেষে বিএনপি থেকে নির্বাচিত হন মোঃ মোজাহার আলী প্রধান। তার মৃত্যুর পর এই আসনে চূড়ান্ত মনোনয়ন পান তার ছেলে মাসুদ রানা প্রধান, যিনি জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা। তিনি ধানের শীষ মার্কা নিয়ে লড়বেন।
অপরদিকে, জামায়াতে ইসলামীর চূড়ান্ত মনোনয়ন পান ফজলুর রহমান সাঈদ, যিনি জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামী আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য। তিনি দাড়ি-পাল্লা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জয়পুরহাট-১ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও জেলা রিটার্নিং কর্মকর্তা প্রাথমিক যাচাই শেষে ৪ জনকে বৈধ ও ৪ জনকে অবৈধ ঘোষণা করেন।
বৈধ প্রার্থী:
মাসুদ রানা প্রধান (বিএনপি)
ফজলুর রহমান সাঈদ (জামায়াতে ইসলামী)
ওয়াজেদ পারভেজ (বাসদ)
তৌফিকা দেওয়ান (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল)
অবৈধ প্রার্থী:
আনোয়ার হোসেন (খেলাফত মজলিস)
সুলতান (এবি পার্টি)
সাবেকুন নাহার শিখা (স্বতন্ত্র)
সামসুজ্জামান (স্বতন্ত্র)
যদিও বৈধ প্রার্থী চারজন হলেও আসল লড়াই মূলত বিএনপি ও জামায়াতে ইসলামী দুই প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ। স্থানীয় ভোটার ও জনমত জরিপে ধারণা করা হচ্ছে, এই দুই প্রার্থীর মধ্যে একজন প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে থাকবেন।
বিএনপি মরিয়া অবস্থায় দীর্ঘ সময় দখল থাকা আসনটি পুনরুদ্ধার করতে চাইছে, অন্যদিকে জামায়াতে ইসলামীও ছাড় দিতে নারাজ এবং সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে জয়লাভের জন্য।