(নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলায় নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ বালুসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়।
দীর্ঘদিন ধরে উপজেলার কাকড়া বাজার, নটাবাড়ি ও শালহাটি এলাকায় নাউতারা নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও আশপাশের কৃষিজমির ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল।
এ অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালুসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। তিনি অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
এ সময় তিনি বলেন,
“নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি এবং এটি পরিবেশের জন্য মারাত্মক হুমকি। নদী ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসনের এ অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে নাউতারা নদী রক্ষায় স্থায়ী সমাধান ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন তারা।