1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাসুদ রানা
জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের কাচারীপাড়া এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহলের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আলী হোসেন। তিনি অভিযোগ করে বলেন, বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাঁর মামাতো ভাই শাহ আলম বুদু গত বছরের ৩১ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন। এসব তথ্য ১ জানুয়ারি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, অনলাইন পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়।

আলী হোসেন জানান, ওই সংবাদ সম্মেলনে শাহ আলম বুদু দাবি করেন যে, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৩৩ শতাংশ কৃষিজমি দখলকে কেন্দ্র করে আলী হোসেনসহ ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে তাঁকে নানাভাবে ক্ষতিগ্রস্ত ও হামলার পরিকল্পনা করছে। এমনকি গত বছরের ১১ নভেম্বর তাঁর ৩৩ শতাংশ আখক্ষেতে হামলা চালিয়ে আখ কেটে নেওয়া এবং ১ ডিসেম্বর ধান, মরিচ ও আখ কেটে নেওয়ার অভিযোগও তোলা হয়।

আলী হোসেন বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, বরং শাহ আলম বুদু, আব্দুল মান্নান মন্ডল, ইজ্জত আলী মন্ডল, ইয়াকুব আলী মন্ডল ও মিরাজ টার্জেনসহ একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তাঁদের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বুঝিয়ে না দিতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, শাহ আলম বুদু এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি এবং তিনি মেরুরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বোনজামাই। আওয়ামী লীগ সরকারের সময় তিনি টানা ১০ বছর চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। এ কারণে এলাকায় তাঁর ব্যাপক প্রভাব থাকায় কেউ তাঁর বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।

সংবাদ সম্মেলনে আলী হোসেন প্রশাসন ও গণমাধ্যমের হস্তক্ষেপ কামনা করে বলেন, তিনি এই নিপীড়ন ও হয়রানি থেকে মুক্তি চান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্য ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট