নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে ব্যাপক উন্নয়ন ও শিক্ষার প্রসারে বড় নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব হাসমত মাহমুদ তারিক ভুঁইয়া। তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হতে পারলে নান্দাইলে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাবে আয়োজিত “মিট দ্য প্রেস” অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই প্রতিশ্রুতি দেন।
তারিক ভুঁইয়া বলেন, “শিক্ষার মাধ্যমে নান্দাইলকে একটি আধুনিক ও মেধাভিত্তিক উপজেলায় রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে নান্দাইলে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো যাতে স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে না হয়। এতে সময় ও অর্থের সাশ্রয় হবে এবং এলাকায় শিক্ষার নতুন পরিবেশ সৃষ্টি হবে।”
অনুষ্ঠানে তিনি নান্দাইলের উন্নয়ন নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি আক্ষেপ করে বলেন, নান্দাইল দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে অবহেলিত। তার উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে:
স্বাস্থ্যসেবা: একটি আধুনিক হাসপাতাল নির্মাণ।
কর্মসংস্থান: কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও কর্মসংস্থানমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা।
কৃষি: কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আলহাজ্ব হাসমত মাহমুদ তারিক ভুঁইয়া বলেন, “আমি রাজনীতিকে কেবল জনসেবার মাধ্যম হিসেবে দেখি। নান্দাইলবাসীর আস্থা ও ভালোবাসা নিয়ে সংসদে গিয়ে এলাকার উন্নয়নে আমূল পরিবর্তন আনতে চাই।”
নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।