আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার | ৫ জানুয়ারি, ২০২৬
বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (PJA)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ শাখার সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।
সোমবার (৫ জানুয়ারি) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ ও এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা এবং তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়। আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকতার ক্ষেত্রে তাঁর এই অর্জনকে দেশের গণমাধ্যম সংশ্লিষ্টরা একটি সম্মানজনক মাইলফলক হিসেবে দেখছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিকতা পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষ সংগঠক এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি অবিচল অবস্থানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সংবাদ আদান-প্রদান এবং স্বাধীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে তাঁর মতো অভিজ্ঞ ও সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করেছে সংগঠনটি।
নতুন এই দায়িত্ব প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় খান সেলিম রহমান বলেন,
“আমাকে এই পদে নির্বাচিত করায় সংগঠনের চেয়ারম্যান, মহাসচিবসহ সকল কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের চেষ্টা করব। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি এবং অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখাই হবে আমার মূল অঙ্গীকার।”
খান সেলিম রহমান সাংবাদিকতার পাশাপাশি একজন সফল সংগঠক হিসেবে সুপরিচিত। তাঁর নেতৃত্বে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সাংবাদিকদের অধিকার আদায় ও পেশাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে জনস্বার্থভিত্তিক ও নির্ভীক সাংবাদিকতা করে আসছেন।
তাঁর এই আন্তর্জাতিক দায়িত্ব প্রাপ্তিতে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অভিনন্দন জানিয়েছেন। তিনি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাংলাদেশ শাখার সভাপতি ও আন্তর্জাতিক ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের প্রতি। বিশ্লেষকরা মনে করছেন, তাঁর এই অর্জন আন্তর্জাতিক সাংবাদিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।