আবুল হাশেম, রাজশাহী ব্যুরো | ৬ জানুয়ারি, ২০২৬
রাজশাহীর বাঘায় র্যাব-৫-এর এক সফল যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটার গান ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে বাঘা থানাধীন জোত কাদিরপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৫-এর সদর কোম্পানি ও সিপিএসসি-এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জোত কাদিরপুর গ্রামের মোঃ রয়েল হোসেন ওরফে রুহেলের (২৭) বসতবাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে রুহেলের হেফাজত থেকে ২টি ওয়ান শুটার গান, ৪টি শর্টগানের রাবার বুলেট এবং ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ রয়েল হোসেন ওরফে রুহেল (২৭)। সে বাঘা উপজেলার জোত কাদিরপুর গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের বিষয়ে সে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।
গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।